সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নগরীর একটি অভিযাত হুটেলের হলরুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনী ইশতেহার ঘোষনার সময় আওয়ামীলীগের বিভিন্ন স্থরের সিনিয়র নেতারা উপস্থিথ ছিলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের সমস্যা ও সমাধান জানতে ইতোমধ্যেই তিনি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, নগর-বিশেষজ্ঞ, পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেনে । নির্বাচিত হলে তিনি স্মার্ট সিলেট সিটি বাস্তবায়ন করতে সম্ভব হবেন । জনগণ নৌকাকে নির্বাচিত করলে, ৫ বছরের মধ্যে সিলেট একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে নাগরিকদের সামনে দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
ইশতেহারে স্থান পাওয়া ২১ দফা হলো-
১. স্মার্ট নগরভবন, ২. সবুজ, পরিচ্ছন্ন ও
পরিবেশবান্ধব সিলেট,
৩. জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ,
৪. বর্জ্য ব্যবস্থাপনা ,
৫. পরিকল্পিত নগরায়ন, ৬. নিরাপদ স্বাস্থ্যকর সিলেট,
৭. দুর্যোগ মোকাবেলায় সচেতনতা,
৮. শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সিলেট,
৯. নারীবান্ধব সিলেট, ১০. ব্যবসা বান্ধব সিলেট ,
১১. পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা,
১২. সচল সিলেট,
১৩. মানবিক উন্নয়নে সিলেট,
১৪. প্রবাসী বান্ধব সিলেট,
১৫. সম্প্রীতির সিলেট,
১৬. পর্যটনবান্ধব সিলেট,
১৭. সামাজিক অপরাধ নির্মূল,
১৮. অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট,
১৯. নাগরিকবান্ধব সিলেট, ২০. তারুণ্যের সিলেট,
২১. প্রযুক্তির সিলেট।