সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

জনগণের উন্নয়নে যারা জোরালো ভূমিকা রাখতে পারেন রেজওয়ান আহমদ তাদের একজন’

সিলেটপোস্ট ডেস্ক::১৫ বছর ধরে সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক রেজওয়ান আহমদ। সেই ধারাবাহিকতা ধরে রেখে ঝুড়ি প্রতীক নিয়ে ৫ নং ওয়ার্ডের কাউন্সলর প্রার্থী হয়েছেন তিনি। রোববার তার সমর্থনে গণসংযোগ করেন তার সহকর্মী সাংবাদিকরা। নগরীর গোয়াইটুলায় চাষনী পীরের (রাহ.) মাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, সাংবাদিকরা সাধারণত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন না, তারা নির্বাচনী হালচাল তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। কিন্তু এবার আমরা নির্বাচনী প্রচারণায় নামার কারণ হচ্ছে আমাদের দুজন সহকর্মী নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে ৫ নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ ও ২৭ নং ওয়ার্ডে মঈন উদ্দিন। আমরা তখনই তাদের পক্ষে প্রচারণায় নেমেছি যখন আমরা এই সার্টিফিকেট দিতে পারছি যে, আমাদের সহকর্মীদের ভোট দিলে তারা যদি নির্বাচিত হন তাহলে কখনো ওয়ার্ডবাসীকে মাথা নিচু হতে হবে না কিংবা তাদের কাউন্সিলরের জন্য লজ্জিত হতে হবে না।
তিনি বলেন, সাংবাদিক হিসেবে আমরা রেজওয়ান আহমদকে দেখেছি একজন সৎ সাহসী সাংবাদিক হিসেবে। কাউন্সিলর হিসেবে সিলেট সিটি করপোরেশনে যারা সৎ সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন, সিলেটের জনগণের উন্নয়নের জোরালো ভূমিকা রাখতে পারেন সেইসব কাউন্সিলরদের একজন রেজওয়ান আহমদ। বারবার রেজওয়ান আহমদ এই ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আমরা আশাবাদী ২১ তারিখ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের একজন যোগ্য প্রার্থী হিসেবে তারা রেজওয়ান আহমদকে বেছে নিবেন।

এসময় কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ বলেন,  আমি আসলে ৩ বারের কাউন্সিলর হিসেবে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমি আত্মবিশ্বাসী বিগত দিনের ন্যায় এবারও আমি বিপুল ভোটে নির্বাচিত হব। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে আপনারা বিগত ১৫ বছর থেকে দেখেছেন, বাকিদেরও আপনারা চিনেন, আমাকে যদি যোগ্য মনে হয় তবে আপনারা আমাকে নির্বাচিত করুন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ১৫ বছর জনপ্রতিনিধি থাকা অবস্থায় এক টাকা হারাম উপার্জন করিনি। এই শক্তি ও আদর্শ আমি পেয়েছি কারণ আমি সাংবাদিক ছিলাম। তিনি ওয়ার্ডবাসীর কাছে ওয়াদা করেন যদি ওয়ার্ডবাসী তাকে নির্বাচিত করেন তবে তিনি তাদের আমানতের পূর্ণ হেফাজত করবেন।
প্রচারণায় সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়,  ক্লাবের সিনিয়র সদস্য মহসিন আহমদ, ক্লাব সদস্য মো. মনিরুজ্জামান রনি,  মেহেদী হাসান মিজু, জয়ন্ত কুমার দাস প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ ফয়সল হোসেন চৌধুরী, স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান মাসুদ, আবদুল আহাদ, এনাম উল্লাহ, আফজল হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.