সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশের পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কে এম পি) মাঠে শুরু হয়েছে।টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলি যথাক্রমে খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত টুর্নামেন্টে সিলেট রেঞ্জ ফুটবল টিম আজ ০৫-০৭-২০২৩ বিকাল ০৪.৩০ ঘটিকায় বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ( বিএমপি) টিমের মোকাবেলায় মাঠে নেমে নান্দনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছে।খেলায় সিলেট রেঞ্জ টিম ৬-০ গোলে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ দলকে পরাজিত করে গ্রুপ পর্বের খেলার শুভসূচনা করেছে। সিলেট রেঞ্জ টিমের অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম তিনটি গোল করে হেটট্রিক করার গৌরব অর্জন করেন।