বালাগঞ্জ প্রতিনিধি::সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের কোনামধুরাই ইসলামি সমাজসেবা পরিষদের ১০ বছর পূর্তি ও প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বাজার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ১০ ই জুলাই সোমবার দুপুর ১২.০০ ঘটিকার সময় উপজেলার মধুরাই কলেজ বাজারে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
বৃক্ষরোপণ ও বাজার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এম এ রব সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ওমর ( রা:) দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমির আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৩ নং ওর্য়াডের সাবেক মেম্বার মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সংগঠনের উপদেষ্টা : মাওলানা ইসহাক
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুনেল আহমেদ তালুকদার
সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সংগঠনের সাংগঠনিক সম্পাদক, তালুকদার সাইদুর রহমান ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিম, জাকারিয়া, জয়নুল,ইমরান, রেজাউল,সাদিক, ফাহিম, সুমন, রায়হান, কাদির,সাহিন,হানিফ প্রমুখ।