সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আমরা পড়ালেখা করি কেন? সেটা আমাদের জানতে হবে। আমি কী করবো আমাকে লক্ষ্য স্থির করতে হবে। যদি শুধু লক্ষ্য হয় বড় ডিগ্রি নিয়ে চাকরি করবো। তাহলে ভুল চিন্তা করছেন, চিন্তার জগৎ বদলাতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হতে হবে মানবিক মূল্যবোধের বিকাশ। তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। যাতে ছাত্রসমাজ মেধা বিকাশের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠে। আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আজকের ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে।
২১ আগস্ট ২০২৩, শনিবার, দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি সোহানুর রহমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফজল মো. ত্বাহা, সুনামগঞ্জ জেলা সভাপতি মো. মুহাইমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাইম, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান, সপ্তগ্রাম হলদার কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ উদ্দীন ও পাগলা হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান তালুকদার, টাইলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন দাস, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সুরমা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু তাহের, ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা তারেক আহমদ, কিংস্টার উচ্চ বিদ্যালয় সিলেট’র শিক্ষক মাস্টার রাকিব আলী, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রমিজ উদ্দীন ও শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আহমেদ শফিক রাহিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি আলিনুর রহমান, শাখা অর্থ সম্পাদক কাজী রাসেল, অফিস সম্পাদক মামুন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাদিম হোসাইন, পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সভাপতি সালেহ আহমদ, আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসা সভাপতি আবু হানিফ, ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসা সভাপতি লোকমান আহমদ, খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদরাসা সভাপতি মুস্তাক হোসেন সামি, জয়কলস ইউনিয়ন শাখা সহ সভাপতি মুবারক উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাইম আহমদ রবিন, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দীন প্রমুখ।