সিলেটপোস্ট ডেস্ক::সিলেট ললিতকলা একাডেমির সভাপতি নিযুক্ত হয়েছেন সিলেট জেলা জজ আদালতের জিপি, সিনিয়র আইনজীবী মো. রাজ উদ্দিন। সম্প্রতি ললিতকলা একাডেমির কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান একাডেমির অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য।
অ্যাডভোকেট রাজ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য। তিনি মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও রেড ক্রিসেন্ট সিলেটের আজীবন সদস্য।
সিলেট জেলা বারের সাবেক সহ সভাপতি এবং সংস্কৃতি অনুরাগী রাজ উদ্দিন মরহুম হাজী সুনাহর আলী ও মরহুমা হাসিনা বিবির পুত্র।
উল্লেখ্য, সিলেট ললিতকলা একাডেমির সদ্যপ্রয়াত সভাপতি অ্যাডভোকেট বেলাল উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিজ্ঞপ্তি