সংবাদ শিরোনাম
সিলেটে একের পর এক নেতাকর্মী গ্রেফতারে খন্দকার মুক্তাদিরের নিন্দা  » «   যুক্তরাজ্যে কেয়ার ভিসায় স্পাউস আনতে পারবেন না বিদেশি কর্মীরা  » «   সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত  » «   দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক  » «   সরকার দেশের কৃৃষি সেক্টরের উন্নয়ন ও কৃষি উৎপাদন কাজে অগ্রাধিকার দিয়েছে-সচিব ওয়াহিদা আক্তার  » «   দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চার বিকল্প নেই” বিচারপতি এ.এস.এম. আব্দুল মোবিন  » «   ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে চুরের হিরিক পড়েছে- এসব দেখার যেন কেউ নেই!  » «   সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মনোনয়নপত্র দাখিল  » «   দোয়ারাবাজার সীমান্তে কিশোর গ্যাংয়ের উৎপাত!খাসিয়াদের গুলিতে আহত ১  » «   এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%  » «   দোয়ারাবাজারে অটোরিকশাচাপায় শিশু শ্রেণির ছাত্রী নিহত  » «   দোয়ারাবাজারে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন অফিসার ইনচার্জ   » «   কুশিয়ারা নদী থেকে লুপাট হচ্ছে কোটি কোটি টাকার বালু! নদীর বাঁধ হুমকির সম্মুখীন  » «   জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত  » «   সিলেটে আন্তঃনগর উপবন এক্সপেসে আগুন  » «  

সিলেট জেলা জাতীয় পার্টিকে দ্বিধাবিভক্তি করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে : আব্দুল্লাহ সিদ্দিকী

সিলেটপোস্ট ডেস্ক::জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলনকে সফল করার জন্য আহ্বান জানান।

তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সিলেট আগমণ ও জেলা জাতীয় পার্টির সম্মেলন সফলের লক্ষ্যে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, সিলেট জেলা জাতীয় পার্টিকে দ্বিধাবিভক্তি করার লক্ষে একটি চক্র কাজ করছে। ষড়যন্ত্র করে জাতীয় পার্টির অগ্রযাত্রাকে দমানো যাবে না। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

যৌথ মতবিনিময় সভায় বক্তারা সিলেট জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাব্বির আহমদের স্বেচ্ছাচারিতার জন্য সমালোচনা করে বলেন, জাতীয় পার্টি প্রতিটি নেতাকর্মী এরশাদের আদর্শে ঐক্যবদ্ধ। পল্লীবন্ধু এরশাদের মনোনীত চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে ময়দানে ছড়িয়ে আছেন তাদেরকে জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হতে হবে। যৌথ মতবিনিময় সভায় উপজেলা নেতৃবৃন্দ জেলা পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাব্বির আহমদকে অবাঞ্চিত ঘোষণা করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. উছমান আলী চেয়ারম্যানের সভাপতিত্বে যৌথ মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদের পরিচালনায় যৌথ সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি শরফ উদ্দিন খছরু, ৮নং কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সুফী মাহমুদ, আলতাফুর রহমান আলতাফ, আলী হোসেন সরকার, সিনিয়র সদস্য মো. আশিক মিয়া, জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক শামসুজ্জামান বাবুল, জৈন্তাপুর উপজেলা জাপার সভাপতি মো. ইসমাইল আলী আশিক, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. সুনাম উদ্দিন, পৌরসভা জাপার আহ্বায়ক শামসুজ্জামান রানা, সদস্য সচিব আব্দুল খালিক, বিশ্বনাথ উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুর রব, জাপা নেতা জুয়েল আহমদ, বেলাল আহমদ, জয়নাল আবেদীন, শামীম আহমদ, কামাল রাজা সাহেল, মাওলানা নাইমুল ইসলাম খান, আশিকুর রহমান শান্ত, মো. তুরণ শিকদার, হান্নান মিয়া, মোস্তফা কামাল, সাজ্জাদ মিয়া, আসাদ মিয়া, বুরহান উদ্দিন, লুৎফুর রহমান, মকবুল হোসেন, আমিরুল ইসলাম শিকদার, মামুনুর রশীদ মামুন, আব্দুর রহমান বারাকাত, জাহাঙ্গীর খান, এম মুর্শেদ খান, শামীম আহমদ, এম বরকত আলী, মঞ্জুর ইসলাম আতিক, আফজাল হোসেন মান্না, আব্দুল মালেক, মুহিবুর রহমান খান মুকিত, বুলবুল আহমদ, আব্দুল হান্নান চৌধুরী, দেলোয়ার হোসেন, নুরুল আমিন, শামীম আহমদ  প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী মামুনুর রশীদ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.