দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনি ধি::সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে চোরাইপথে আসা ৫” শত ৫০ কেজি চিনিসহ দু’জন চোরাকারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান’র দিকনির্দেশনায় এসআই মিহির চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে চোরাই পথে আসা ভারতীয় চিনি ও চিনি বহনকারী একটি অটো রিকশাসহ বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আছমত আলী’র পুত্র রফিক মিয়া (৩৪), ও বড়খাল গ্রামের ইউসুফ আলী’র পুত্র মোঃ মহসীন মিয়া (১৯) আটক করে। আটককৃত চিনির বাজার মূল্য ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার)।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান,শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে সীমান্ত দিয়ে আনা চিনিসহ আটক দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।