গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাটে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি নরসিংদী জেলার সদর উপজেলার নবীপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সামির মিয়া (১২)। দীর্ঘদিন থেকে সামিরের পরিবার সালুটিকর এলাকায় বসবাস করে আসছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে সালুটিকর চেঙ্গেরখাল নদীতে এ ঘটনা ঘটে।
নদীতে পড়ে নিখোঁজের পর প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটির মৃতদেহ উদ্দ্বার করে স্থানীয়রা।
খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
মৃত্যু শিশুটির মামা মাসুদ জানান, প্রতিদিনের ন্যায় আজ মাগরিবের নামাজের কথা বলে বাসা থেকে বের হয়। বিকাল সাড়ে ৫ টার দিকে চেঙ্গেরখাল নদীতে পাড়ে যায় শিশুটি।
সালুটিকর এলাকার চেঙ্গেরখাল নদী থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।