সিলেটপোস্ট ডেস্ক::কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, দেশের রাজস্ব ভান্ডার পরিপূর্ণ করতে সঠিক নিয়মে কর প্রদান করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে কর প্রদানে কোন বিকল্প নেই। দেশের মানুষকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।
তিনি সোমবার (২ অক্টোবর) সকালে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে সমিতি আয়োজিত আয়কর আইন বিষয়ক কর্মশালা-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের মানুষেরা কর প্রদানে ইচ্ছুক তবে সঠিক নিয়ম-কানুনের ব্যাপারে অবহিত না হয়ে নানাবিধ জটিলতায় ভোগেন। এক্ষেত্রে কর আইনজীবীদের সহযোগিতা নিলে কর প্রদানে জটিলতা অনেকাংশে কমে আসবে। তিনি এ ব্যাপারে কর আইনজীবীদের সহযোগিতা কামনা করেন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ জেড নুরুজ্জামান, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহাদ আল করিম।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আ স ম মুবিনুল হক শাহীন। কর্মশালায় কর আইনজীবী সমিতির শতাধিক নবীণ-প্রবীণ সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ।