
শুক্রবার দুপুরে জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের ঢাকার বাসায় এই সাক্ষাৎ করেন তিনি।
এসময় জেলা জাপার যুগ্ম সম্পাদক শেখ জাহির আলী, জেলা জাপার প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: হারুন মিয়া, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সজিব আহমেদ, জাপা নেতা আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতেই জাপা চেয়ারম্যান নির্বাচন ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
জবাবে এডভোকেট হিমেল জাপা চেয়ারম্যানকে অবগত করেন যে সাংগঠনিক ভাবে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি বিপর্যয়ের মুখে। দীর্ঘ ১০ বছর যাবত আহ্বায়ক কমিটি দিয়ে দল চলছে। জেলার আহবায়কের ব্যর্থতার কারনে দল আজ ধ্বংসের শেষ প্রান্তে। ধ্বংসের হাত থেকে দলকে বাচাতে হলে দলের পুরানো ত্যাগী নেতা কর্মীদের কোনো বিকল্প নেই।
দলীয় চেয়ারম্যান আশ্বস্ত করেন দলকে সুসংগঠিত করার জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।