সিলেটপোস্ট ডেস্ক::শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিত মন্ডলী কর্তৃক প্রকাশিত ‘বেদবার্তা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনের ২য় তলায় শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর সভাপতি শ্রী জয়ন্ত বিজয় চক্রবর্তীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের কৃষ্ণদ্বৈপায়ন বেদমন্দির এর প্রতিষ্ঠাতা আচার্য্য প্রফেসর নিখিল ভট্টাচার্য্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশন সিলেট এর সহকারী হাই কমিশনার নিরাজ জয়সওয়াল, প্রাবন্ধিক মনোজবিকাশ দেবরায়, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট, ডেপুটি চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. রঞ্জিত দেবনাথ, প্রেসিডিয়াম সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন।
শুরুতে পবিত্র গীতা পাঠ করেন বনমালী ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্য।
পুরবী দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য অমিত চক্রবর্তী, সহ সভাপতি নবীন কুমার ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত চক্রবর্তী সুমন, অর্থ সম্পাদক শিবপ্রসাদ ভট্টাচার্য্য নন্দন, গীতা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অশোক বিজয় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেশ্বর চক্রবর্তী পিন্টু, এস্ট্রলজার ড. চিন্ময় চৌধুরী মিথুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নিখিল ভট্টাচার্য্য বলেন, ‘বেদবার্তা অত্যন্ত মূল্যবান একটি প্রকাশনা, এতে যদি পূজা পদ্ধতির বিস্তারিত বিবরণ ধারাবাহিক ভাবে তুলে ধরা হয় তবে সমাজ অনেক বেশি উপকৃত হবে।’ তিনি বেদবার্তার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।