সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে প্রখ্যাত লোকসংগীত শিল্পী, সুরকার, লোক গবেষক ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগের প্রাক্তন সভাপতি বিদিত লাল দাসের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে (১৩ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় মহানগরীর সারদা স্মৃতি ভবনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের মহড়া কক্ষে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগ আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সহসভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সভাপতি নাজনীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা আল আজাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগীতশিল্পী বিপ্রদাস ভট্টাচার্য।
এছাড়াও বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত, কণ্ঠশিল্পী ইকবাল সাঁই, বিশ্বদীপ লাল দাস, দীপ্তি রানী পাল, দীপক রঞ্জন ঋষি, কামরুল হাসান টিটু প্রমুখ।
প্রধান অতিথি নাজনীন হোসেন বলেন, সিলেটের লোকগানের প্রচার ও প্রসারে বিদিত লাল দাস গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন।
বিশেষ অতিথি আল আজাদ বলেন, সিলেটের আঞ্চলিক গানকে দেশে-বিদেশে জনপ্রিয় করার ক্ষেত্রে বিদিত লাল দাস নেতৃত্বের আসনে ছিলেন। সভাপতির বক্তব্যে রানা কুমার সিনহা বিদিত লাল দাসের স্মৃতিচারণ করেন।