সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টায় শাহজালাল উপশহরস্থ কার্যলয়ে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফয়েজ উদ্দিন আহমদ, সাজুওয়ান আহমদ, আলী আফছার মো. ফাহিম, আখতার ফারুক লিটন, জিহাদ আহমেদ এপোলো, ফরিদ আহমদ, এডভোকেট নাদিম রহমান, লোকমান আহমদ মাছুম, হুরায়রা ইফতার হোসেন, কামাল উদ্দিন, আনহার উদ্দিন, সাব্বির আহমদ, সাইমুন আলম সেতু, সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ। বার্ষিক সাধারণ সভায় ১লা ডিসেম্বর ২০২১ইংরেজি থেকে ৩১শে ডিসেম্বর ২০২২ইংরেজি ও ১লা জানুয়ারি ২০২৩ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৩ইংরেজি পর্যন্ত আয়-ব্যায়ের হিসাব পেশ করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি বিগত দিনে মহামারী করোনা ভাইরাস, বন্যা, তুরষ্কের ভূমিকম্পসহ বিরতি ফিলিং ষ্টেশনে বিস্ফোরণে নিহত সদস্যদের পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করা হয়েছে।
পরে সিএনজি এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এসোসিয়েশনের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।