সিলেটপোস্ট ডেস্ক::মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই পরিচিত সভার আয়োজন করা হয়।
কর্মচারী পরিষদের সভাপতি মনিরুল হক পিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান আশরাফ চৌধুরীর পরিচালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের সহ-সভাপতি হাসান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম তৌফিক, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন আক্তার, অর্থ সম্পাদক সঞ্জয় কুমার দাস, দপ্তর সম্পাদক লিটু কুমার দেব, প্রচার সম্পাদক রুবেল আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শিমুল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম, প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাসুক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক পংকজ দাস শিমুল, ক্রীড়া সম্পাদক মো. হেলাল, সদস্য আছমা বেগম, মাকসুদুল আলম নাসিম, মো. হেলাল মিয়া, আল আমিন, মাহবুবুর রহমান, শামীমা আক্তার ডালিয়া, মো. তারেক মিয়া, মোস্তফা উদ্দিন, সীমা রাণী গোস্বামী, মনোজ কুমার দেব, মো. আব্দুল কাইয়ুম, সুজন আহমদ, অনিক দাশ, সুজন আহমদ (২), মো. আব্দুল কাদির, রাজিব আহমদ, মো. নুরুল ইসলাম, মো. রুহুল আমীন, রাজিয়া সুলতানা, পবন দেব, অপূর্ব আচার্য, আসমা আক্তার, হারুনুর রশীদ, ফয়সল আহমদ, সাজেদা বেগম, জামান উদ্দিন, আখতার হোসেন ইমন, মো. আহাদ আহমদ, এনামুল হক, শিবুল বিশ্বাস, আসলাম আহমদ, নাজমুল ইসলাম, মো. আরিফ, মো. আলমগীর হোসেন, লিপী রাণী, মাহিম জান জুয়েল, দিলরুবা আক্তার, তামান্না আক্তার প্রমুখ।
পরিচিতি সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে আমাদের দামাল ছেলেরা। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে হবে।