সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপু এলাকার আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতর পুরস্কার বিতরণ ও পবিত্র মিলাদুন্নবি (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বেলা ২টায় বিদ্যালয়ের একটি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনির হোসাইন বলেন- দেশের অভূতপূর্ব উন্নয়নের জয়গান বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের কারণেই দেশ আজ বিশ্বের বুকে অন্যন্য উচ্চতায়। তাই বিশ্বনেতারা আমাদের প্রধানমন্ত্রীকে সমীহ করেন।
তিনি বলেন- আজকের শিশু-কিশোর শিক্ষার্থীরাই আগামী দিনে রাজনৈতিক ও ক্রীড়াসহ বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দেবে। তাই সবাইকে লক্ষ্য ঠিক রেখে পড়ালেখা করতে হবে। শেখ হাসিনা সরকার শিক্ষার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। সরকার এ প্রজন্মের শিক্ষার্থীদের পাশে আছে।
সভাপতির বক্তব্যে আবু জাহিদ বলেন- ব্যারিস্টার মনির হোসাইন একজন উচ্চশিক্ষিত মানুষ। তিনি শিক্ষা ও শিক্ষাপ্রতষ্ঠানের উন্নয়নে জড়িত থাকার চেষ্টা করেন সবসময়। জননেত্রী শেখ হাসিনা তাকে সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন দিলে আমরা তার পক্ষে কাজ করবো এবং বিশ্বাস রাখি, তিনি এ আসনের প্রতিটি এলাকায় শিক্ষার আরও মানোন্নয়নে কাজ করবেন।
আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মালেক ও বিশিষ্ট সমাজসেবী শফি আহমদ খান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন।
বক্তব্যপর্ব শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।