সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে কর্মরত যুগ্ম পরিচালক কবীর আহমদ শরীফকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
গত ২২ অক্টোবর ২০২৩ তারিখ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দীন স্বাক্ষরিত আদেশে তাকে এ পদে পদোন্নতি প্রদান করত: সিলেট অফিসে বহাল করা হয়।
শরীফ ১৯৯১ সালে ব্যাংকের চাকুরিতে যোগদান করেন। কর্ম জীবনে তিনি বাংলাদেশ ব্যাংক এর খুলনা ও ময়মনসিংহ অফিসে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত ও ধর্মীয় প্রয়োজনে সৌদি আরব, ভারত, ইউক্রেন, আরব আমিরাত, সিঙ্গাপুর এবং চীন ভ্রমণ করেন। দক্ষিণ সুরমাস্থ সিলাম এর এক সমভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার তিন কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে, সকলেই অধ্যয়নরত। তিনি বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সভাপতি। এছাড়া সমবায়ী প্রতিষ্ঠান সিকো এর সভাপতিসহ বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজে জড়িত রয়েছেন।