সিলেটপোস্ট ডেস্ক::বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শুরুতে প্রথম দিনই গাড়ি চাপা দিয়ে গ্রেফতারের পর পুলিশী হেফাজতে নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদলের কেন্দ্রীয় সংসদ। যুবদলের ডাকা এই হরতাল কর্মসূচিতে একাত্মতা পোষন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানান।
বিএনপি নেতৃবৃন্দ, বুধবার জিলু আহমদ দিলু হত্যা প্রতিবাদে যুবদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল সর্বত্মকভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানান।