সিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে ৩ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়েছে। শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়াটির জরাজীর্ণ অবস্থা নিরসনকল্পে সংস্কার, সংরক্ষণ, নির্মাণ কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সাধারণ সভায় সকল ভক্ত-অনুরাগীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়ার শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী, সেবায়েত ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট গৌতম দাস, বর্তমান সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে ও সদস্য বাপ্পী ত্রিবেদী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।