
শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে
৫২তম সমবায় দিবস উপলক্ষে একটা বর্ণিল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম মিলনায়নে গিয়ে শেষ হয়। পরে সেখানে
দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও সমবায অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটরিয়াম মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে সমবায় অফিসার মো.মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সালেহা বেগম মিনা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন,,থানার এস আই সম্রাজ মিয়া, সফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম।
সমবায়ের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হওয়া যায় , আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে দেশ উন্নত হবে । দেশের চেহারা বদলে যাবে।পরিশেষে জেলা পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনটি সমিতিসহ আরো কয়েকজনকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।