সিলেটপোস্ট ডেস্ক::অন্বেষণ মেধাবৃত্তি পরিক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় জেএসএস ফাউন্ডেশনের উদ্যোগে কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, অনুশীলন একাডেমি এবং আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজে এ মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
অন্বেষণ মেধা বৃত্তি পরীক্ষার উদ্বোধন করেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
উদ্বোধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সিলেট মেট্রোপলিটন ল’কলেজের অধ্যক্ষ ডক্টর এম শহিদুল ইসলাম, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলুয়ার হোসেন রাজা, সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম এস শওকত আমিন তৌহিদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সার্ক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন ফারুক, জেএএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, সুরমাভ্যালি কিন্ডারগার্ডেনের চেয়ারম্যান সুরঞ্জিত তালুকদার, এভারগ্রিন স্কুলের অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর, সানরাইজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা আহমেদ, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আমির পাভেল, পাইনিওর স্কুল এন্ড কলেজের পরিচালক নুরুজ্জামান খান, আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর, সূর্যোদয় এতিম স্কুলের চেয়ারম্যান মামুন হাসান তালুকদার সোহেল তালুকদার ফাস্ট স্টিফিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মুক্তার আহমেদ সহ প্রমুখ।