মীর শোয়েব আহমদ::সিলেট গ্যাস ফিল্ডস লি: ‘র বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স’র মাধ্যমে তিনি সারা দেশের মত সিলেট-এ, সিলেট গ্যাস ফিল্ডস লি:’র এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
সিলেট গ্যাস ফিল্ডস লি:’র প্রধান কার্যালয় জৈন্তাপুর উপজেলায় অবস্থিত (পানিছড়া হরিপুর)-এ কোম্পানীর কনফারেন্স হলে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সিলেট গ্যাস ফিল্ডস লি:’র ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ সহ সিলেট গ্যাস ফিল্ডস লি: কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রধামন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স-য়ে যে ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তার মধ্যে সিলেট ৯ নং কৃপ (মুল্যায়ন-উন্নয়ন)খনন, সিলেট-৮ বিয়ানীবাজার ১ ও কৈলাশটিলা ৭ নং ওয়ার্কওভার কৃপ এবং সিলেট ১০ নং (অনুসন্ধান কৃপ) খনন ইত্যাদি রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান সহ চলমান উন্নয়ন প্রকল্পের পরিচালক বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।