
ব্লাড ডোনেশন সোসাইটি এর প্রতিষ্ঠাতা মো ছালিম আহমদ খান’র সভাপতিত্বে ও আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাকিব আল মাহমুদ রিফাত। এতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- সাবেক কাউন্সিলর লেখিকা ও সমাজসেবক নাজনীন আক্তার কণা, আজকের সিলেট ডটকম এর সহকারী সম্পাদক ও রক্তদাতা মিজান মোহাম্মদ, লেখক ও নাট্যকর্মী প্রশান্ত লিটন, স্যাটেলাইট চ্যালেন একাত্তর টিভির সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, সমাজসেবক শফি আহমেদ পিপিএম, মাওলানা মুফতি জামিল আহমদ খান (মুহাদ্দিস: কাজীরবাজার মাদ্রাসা ), সমাজসেবক আবিদ হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রক্তদানে উদ্বুদ্ধ করতে সদস্য রক্তদাতাদের সম্মাননা করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
প্রথমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠানে তেলাওয়াত করেন তায়্যিব হাসান রুতবা।