জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার মহাসম্মেলনে পাগড়ি প্রদান

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের ২য় দিনে দাওরায়ে হাদীস ও হিফয সমাপনকারীদের মধ্যে পাগড়ী প্রদান করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) জামেয়া মাঠে ২য় দিনের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নসীহত পেশ করেন শায়খুল মাশায়িখ মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, পীর সাহেব ঢালকানগর। বিশেষ অতিথি হিসেবে নসীহত পেশ করেন মুফতি ওমর ফারু সন্ধিপী, মুফতি ওলীউল্লাহ আজাদী ঢাকা, মাওলানা লুকমান সাদি ঢাকা, মাওলানা নূরুল হক নবীগঞ্জী প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ধর্ম শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বর্তমান যুগে দুনিয়া ও আখেরাতের জন্য আমাদের ছেলেমেয়েদের ইসলাম শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, হাফেজরা সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনের ধারক। একাধিক আয়াত ও হাদিসে কোরআনের ধারক-বাহক হাফেজদের বিশেষ মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। দুনিয়াতে যারা কোরআন শিখবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, হিফজ করবে, কিয়ামতের দিন তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।
সম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনকে সার্বিকভাবে সফল করার জন্য ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।