সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ৭শতাধিক কাচা ঘরবাড়ি,২ শতাধিক দোকান লন্ডভন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে দুই উপজেলার অন্তত ৭শতাধিক কাচা ঘরবাড়ি ও ২শতাধিক দোকানপাঠ লন্ডভন্ড হয়ে গেছে। সেই সাথে শতাধিক গাছ ভেঙে সড়কে পড়ে যানজট সৃষ্টি হয়েছিল।

রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এই কালবৈশাখীর ঝড় সাথে সাথে শিলাবৃষ্টি শুরু হয় এবং প্রায় ২০ মিনিট স্থায়ী হলেও এই ঝড়ে প্রাথমিকভাবে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার রাতে সুনামগঞ্জে হটাৎ বয়ে যাওয়া ঝড়ে লন্ডবন্ড হয়েছে দুই উপজেলার ৭ শতাধিক ঘরবাড়ি, ২ শতাধিক দোকান ও শতাধিক গাছপালা। এতে বেকায়দায় পড়েছেন ঘরবাড়ি বিধ্বস্ত প্রায় লক্ষাধিক মানুষ।

এরমধ্যে জেলার শান্তিগঞ্জ উপজেলার কামরূপাদলং, সদরপুর, চন্দ্রপুর, আস্তমা, তালুকগাঁও ও পশ্চিম পাগলা গ্রামেই অন্তত ৫শ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। একইভাবে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর, লক্ষণশ্রী ইউনিয়নে ২শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মাত্র ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে চোখের নিমিষেই বাড়িঘর গাছপালা ভেঙে পড়ে। মানুষজন তখনও ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। তারা কোনমতে পরিবার আর সন্তানদের নিয়ে ঘরের ভেতর থেকে নিজেদের জীবন বাচাঁনোর জন্য বের হন। কিন্তু নিজের কোন আসবাবপত্র, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে পারেননি। এদিকে মানুষ ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন। তাই সরকার ও প্রশাসনের সহায়তা চেয়েছেন ভূক্তভোগীরা। এদিকে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা দিয়ে সিএনজি যোগে তিনজন অসুস্থ নারী হাসপাতালে যাওয়ার পথে কালীবাড়ি মোড়ে চলন্ত সিএনজির উপর গাছ ভেঙে পড়ে তিনজন নারী আহত হয়েছেন এদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসোব দিয়ে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহ বলেন,ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে তাদের সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। এবং তাদের ঘর নির্মাণর জন্য ঢেউটিন বিতরণ করা হবে।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, রাত ১০টায় তীব্র বেগে কালবৈশাখীর ঝড় আসে,সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝড়ে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.