সিলেটপোস্ট ডেস্ক::জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, ইউকে, ইউরোপ ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নগরীর জেলরোডস্থ হোটেল ডালাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক তাসলিমা আফরিন আঁখির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সভাপতি জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ডা. ইউসুফ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সভাপতি জাকির হোসেন বলেন, এই সংগঠনটি দেশে ও বিদেশে থেকে কাজ করে যাচ্ছে।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের প্রবাসীদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কাজ করে থাকে। এখনও বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করছে। যে কোন মহামারি যেমন বন্যা, দুর্যোগ, করোনা মোকাবেলাও মানুষের পাশে দাড়িয়েছে জালালাবাদ কল্যাণ পরিষদ। এছাড়াও মাহে রমাদান, ঈদুল ফিতরে অসহায় দরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়েছে এ সংগঠন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খায়রুল জাফর চৌধুরী, মো. আতাউর রহমান, মো. মাসুদ আহমদ, মো. বেলাল উদ্দিন, কয়েছ আহমদ সাগর, হোসনে আরা মোনতাহা, মো. আল ইমরান, জাকির হোসেন, খালেদ আহমদ, মো. ইফতেখার হোসেন মনি, মাসুদ আহমদ, তারেক মোহাম্মদ রেদওয়ান, নুরুল আমিন কিবরিয়া, কাজী জইনুল ইসলাম মুনিম, রোটারিয়ান আব্দুল লতিফ খান, এম সিরাজুল ইসলাম, মো. সুমন মিয়া, মো. কামাল আহমদ, মো. ইউসুফ আলী। এছাড়াও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।