সিলেটপোস্ট ডেস্ক::বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমির হলরুমে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক অপু কর এর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহের হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক এম. বাবর লস্কর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ শেপুল, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, কেন্দ্রীয় সদস্য কালাম আহমেদ, ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলার নুরুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমদ রাজু, আব্দুল কাইয়ুম জুয়েল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি আতাউর রহমান, বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি অঞ্জন দেব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অমর চন্দ্র দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১৩ং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রকি দেব, বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি শাহাব উদ্দিন, রফিক মিয়া, পারভেজ দেওয়ান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক অরুন বাহাদুর স্যাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কেন্দ্রীয় সদস্য আবুল বাশার জুয়েল, সরকারী কলেজ সহ সভাপতি রাহেব আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসতাক আহমদ জনি, মো. হোসাইন আছলাম, সাইফুল আহমদ, বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, মাসুক মিয়া, আতাউর রহমান, জাহাঙ্গীর আলম আলম খান, হোসাইন আসমান, সদস্য রাজন পাল, সারওয়ার চৌধুরী, রিপন কর, আব্দুর রহমান প্রমুখ।