সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদকে আটকের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ডামি নির্বাচনে জয়লাভ করা জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার পুরো দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন। বর্তমান শাসক গোষ্ঠী নানা কায়দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জনগণের মৌলিক অধিকার আদায় করতে রাজপথের আন্দোলন করতে গিয়ে এই পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করে প্রতিনিয়ত জেলে প্রেরণ করার মত হিংসাত্মক ভূমিকা পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী মুখোশ বিশ্বের দরবারে উন্মোচিত হয়ে গেছে। সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হলেও দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছুই নেই। দলমত নির্বিশেষে দেশের সকল গণতন্ত্রকামী জনগণ এই অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে গণতান্ত্রিক শক্তি সহ সকলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তিনি অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।-