সিলেটপোস্ট ডেস্ক::সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের সামাজিক প্লাটফর্ম হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান ১৯ জুলাই শুক্রবার সন্ধা ৭.৩০ মিনিটের সময় নগরীর বন্দরবাজারস্থ সিলেট মেট্রো ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ড. হাফিজ আহমদ মজুমদার। সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের সর্বসাধারণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সভাপতি মো. শাহিদৃুর রহমান ও সাধারণ সম্পাদক এম. রুহেল লষ্কর।