ওসমানীনগর প্রতিনিধি::ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী ইসতিয়াক আহমদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (২০আগস্ট) বিকালে উপজেলার তাজপুর কাজির গাঁও গ্রামে এই সংবর্ধনা আয়োজন করা হয়।
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেস ক্লাবের সিনিয়র কার্যকরী সদস্য শেখ ফয়ছল আহমদ, শাহাব উদ্দিন শাহীন, সহ-সভাপতি রনিক পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খাঁন ইমন, দপ্তর সম্পাদক ফজলু মিয়া, প্রচার সম্পাদক সঞ্জব আলী, সদস্য জুয়েল আহমদ, নাজমুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা গনমাধ্যমে সত্য প্রকাশের মাধ্যমে অপরাধ নির্মূল ও এলাকার উন্নয়নে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন। গণমাধ্যম এমন এক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে বিশাল এক জনগোষ্ঠীর কাছে তথ্য উপস্থাপন করা হয়। সাংবাদিকরা নিরপেক্ষ,তাই নিরপেক্ষ সংবাদের মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখছেন সাংবাদিকরা।
বক্তারা আরো বলেন, ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী ইসতিয়াক আহমদ যুক্তরাজ্যে বসবাস করলেও এলাকার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।