সিলেটপোস্ট ডেস্ক::বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ২০ পারা কোরআনের হাফেজ মুহাম্মদ মিজানুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে মঙ্গলবার (২০আগস্ট) সন্ধ্যায় তার টুকেরবাজারস্থ বাড়িতে যান খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা কে এম আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। এসময় মহানগর শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, জালালাবাদ থানার সভাপতি হাফিজ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইফতিখার হোসাইন ও ৩৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মিজানের চিকিৎসার খোঁজখবর নেন এবং সামর্থানুযায়ী সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় কান্নাজড়িত কন্ঠে আহত মিজানের বাবা রইছ আলী এবং তার বড় ভাই আমিনুর রহমান উপস্থিত নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটবাসীর নিকট মিজানের আশু সুস্থতার জন্য দোয়া চান।
উল্লেখ্য মিজান গত ৫ আগস্ট সকালে পুলিশের ছোড়া ছিটা গুলিতে মারাত্মকভাবে আহত হন। তার চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৩৫টি গুলি বিদ্ধ হয়। প্রাথমিকভাবে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বুধবার (২১আগস্ট) সকালে তিনি রাজধানী ঢাকায় যান।