সিলেটপোস্ট ডেস্ক::ইমজার সদস্য ও চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির বিরুদ্ধে হয়রানিমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে ইমজা নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে রাজনৈতিক তোড়জোড়ের আড়ালে একজন সাংবাদিককে মামলায় জড়ানো ব্যক্তিস্বার্থ উদ্ধারের অপচেষ্টা ।
এরকম দুরভিসন্ধিমূলক মামলার বিষয়ে এখনই পদক্ষেপ নিতে আইন, বিচার ও রাজনীতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।