সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «  

ওসমানীনগরের উমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের উপর ইউপি সদস্যদের অনাস্থা

সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও প্যানেল চেয়ারম্যান মাহফুজুল হক আখলু ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কৈলেন্দ্র কুমার দাশের উপর অনাস্থা এনে অনতিবিলম্বে তাদের দ্বায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভায় তাদের উপর অনাস্থা এনে দ্বায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। এর পরে প্যানেল চেয়ারম্যানের উপর অনাস্থা ও নতুন প্যানেল গঠনের দাবিতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মর্তাসহ বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়।

এর আগে সভায় বক্তারা বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজের ফুফাত ভাই মাহফুজুল হক আখলুকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিরবিয়া। নিজের বলয়ের লেবু মিয়া ও হুসনা বেগমকে স্থান দেন প্যানেলে। অন্যান্য প্রার্থীদের নানা ভাবে ভিতি দেখিয়ে দমন করেন। এসময় সকলের সম্বনয়ে প্রতি বছর ৩ জন করে প্যানেল চেয়ারমান থাকার কথা মৌখিক ঘোষনা করলেও কোন কার্যত পদক্ষেপ না নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কৈলেন্দ্র কুমার দাশকে নিয়ে নানা অনৈতিক কর্মকান্ড পরিচালনা করারও অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পরিষদকে না জানিয়ে কোন সভা/রেজুলেশন না করেই বিগত প্যানেল চেয়ারম্যান মাহফুজুল হক আকলু কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে চলে যান।

তিনি আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তি থাকায় অনেক সময় তাহার মনোনিত আওয়ামীপন্তি গঠিত প্যানেল চেয়ারম্যানগণকে নিয়ে ইউনিয়নের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ইউনিয়ন পরিষদকৃত ট্যাক্স কালেকশনসহ সবই সিদ্ধান্ত নিতেন। আমরা তাঁর কাছে জিম্মী ও অসহায় ছিলাম।

এছাড়া প্রশাসনিক কর্মকর্তা কৈলেন্দ্র কুমার দাশ সাধারণ সেবা প্রার্থীসহ ইউনিয়নে কর্মরত সকলের সাথে অসোজন্য মূলক আচরণ করে আসছেন। বিগত কয়েকদিন থেকে ইউনিয়ন পরিষদে তালা দিয়ে চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। যার কারণে প্রতিদিন শতাধিক সেবা প্রত্যাশীরা সেবা নিতে এসে খালি হাতে ফিরে যান। এসময় ইউপি সদস্য সেলিম আহমদ, সহিদ আলী ও আবিদা বেগমকে নিয়ে শিগ্রী নতুন প্যানেল গঠনের দাবি জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য সেলিম আহমদ, সহিদ আলী, আব্দুল মুকিদ, মাসুদ আহমদ, চেরাগ আলী, আবিদা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাহেদ আহমদ, আবু বক্কর, সাবেক ইউপি সদস্য আওলাদ আলী, মাওলানা সুয়েব, খলিল মিয়া, হারুন মিয়া প্রমুখ।

এই বিষয়ে বর্তমান প্যানেল চেয়ারম্যান মাহফুজুল হক আখলু বলেন, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেছি। এই বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা কৈলেন্দ্র কুমার দাসের মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.