সিলেটপোস্ট ডেস্ক::শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী পদত্যাগ করেছেন।
রোববার (২৫ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত ১ আগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী কলেজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সভা করেছেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাত্র আন্দোলনের পক্ষে পোস্ট দিলে শিক্ষার্থীদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রোববার সকাল থেকে কলেজে আন্দোলন শুরু করেন অধ্যক্ষ এরশাদ আলীর পদত্যাগ দাবিতে। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে কলেজ ত্যাগ করেন। পরে ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এরপূর্বে গত বৃহস্পতিবার কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ এরশাদ আলীকে পদত্যাগের দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সভা করাসহ ছাত্রলীগের কতিপয় ছাত্রদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে শিক্ষকদের শাসানো, তাঁর বিরুদ্ধাচারণ করলে শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন, ভুয়া বিল ভাউচারে টাকা দিতে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগ করা হয়।
উল্লেখ্য অধ্যক্ষ এরশাদ আলী ২০২৩ সালের ১৫ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। পদত্যাগের বিষয় নিশ্চিত করেছেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহীম। তিনি বলেন, আমরা সব শিক্ষক অধ্যক্ষকে সভা করতে নিষেধ করেছিলাম তিনি আমাদের কারো কথা না শুনে উনার খেয়াল খুশিমতো আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এই সভা করেছিলেন।