সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

বৃহস্পতিবারের মধ্যে সিলেট চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগের আল্টিমেটাম

সিলেটপোস্ট ডেস্ক::আগামী বৃহস্পতিবারের মধ্যে স্বৈরশাসকের দোসর, ভোটারবিহীন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালনা পর্ষদকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।
রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ও মহানগররের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে  আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় সিলেট চেম্বারকে ঘেরাও করে তালা দেয়ার ঘোষণা দেন ব্যবসায়ীরা।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল মুনিম মল্লিক ও সাংগঠনিক সচিব নিয়াজ মোঃ আজিজুল করিমের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, রাতের আঁধারে পকেট কমিটির মাধ্যমে গঠিত সিলেট চেম্বার সাধারণ ব্যবসায়ীদের আকাংখা পূরণে ব্যর্থ হয়েছে। তারা স্বনামধন্য সিলেট চেম্বারকে ব্যর্থ কার্যক্রমের মাধ্যমে কলুষিত করেছেন। চেম্বার পরিচালনা পর্ষদের নেতারা সম্মানের সাথে পদত্যাগ না করলে জাতীয় দালাল হিসেবে সমাজে তিরস্কৃত হবেন। বক্তারা বলেন, অবিলম্বে চেম্বারে নির্বাচনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এছাড়া চেম্বারের বর্তমান বর্ধিত ফি বাতিল করে অতীতের ফি পুনর্বহাল করতে হবে। বক্তারা সিলেট চেম্বার থেকে সম্মানের সহিত  ৬জন পরিচালক পদত্যাগ করায় তাদের ধন্যবাদ জানান।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সিসিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী, এনামুল কুদ্দুস চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, রেস্তোরা মালিক সমিতি সিলেট জেলা সভাপতি খালেদ আহমদ, ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জহির, আল-হামরা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম,  দরগাহ বাজার ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, জেলা পার্টস মালিক সমিতির সভাপতি আনু আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সিলেট জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ, বিসিক মালিক সমিতির নির্বাহী সদস্য ও স্বাদ এন্ড কোম্পানীর এমডি মো. নুরুল আলম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আকিক, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, আইবিডব্লিউএফ এর সিলেট জেলা সভাপতি জুবায়ের রকিব চৌধুরী, চেম্বারের সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, সিদ্দিক প্লাজা ইসলামপুর মার্কেটের সভাপতি ডা. শাহিদুর রহমান চুন্নু, জিতু মিয়ার পয়েন্ট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন, হাজী নওয়াব আলী মার্কেট সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আফরুজ মিয়া, কাকলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া ইমরুল, ট্রেড সেন্টার ভেজিটেবল ব্যবসায়ী সমিতির সভাপতি ছাদ মিয়া, সাধারন সম্পাদক রাজু আহমদ, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সৈয়দ রাজন আহমদ প্রমুখ। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি লুৎফুর রহমান লিলু।

মানববন্ধনে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি, কাকলী শপিং সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি,  সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতি, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতি, লালদিঘির পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতি, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতি, সিটি সুপার মার্কেট ও ব্যবসায়ী সমিতি, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশন, সিদ্দিকী প্লাজা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, সিলেট জেলা ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপ, ব্লু-ওয়াটার শপিং সমিতি, জালালাবাদ আরএসি মালিক শ্রমিক কল্যাণ এসোসিয়েশন, ওয়েল্টওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতি, সবুজ বাংলা যুব কল্যাণ যুব সংঘ, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি, বৃহত্তর স্টেশনরোড ব্যবসায়ী সমিতি, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, আল-মার্জান শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি, কুমারপাড়া ব্যবসায়ী সমিতি, শাহজালাল (রহ.) দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, জুয়েলারি ব্যবসায়ী সমিতি, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরাম, লালবাজার ব্যবসায়ী সমিতি, মহাজন পট্টি ব্যবসায়ী সমিতি, পূর্ব দরগাহ গেইট ব্যবসায়ী সমিতি, আম্বরখানা ব্যবসায়ী সমিতি, সুবিদবাজার ব্যবসায়ী সমিতি, ইলেকট্রনিক মার্চেন্ট এসোসিয়েশন, সিলেট বিভাগ ইলেকট্রিক টেকনিশিয়ান কল্যাণ সমিতিসহ সিলেটের বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ীরা বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.