সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নে (গত ৩১ আগস্ট ২০২৪) তারিখে প্রায় ৫ শতাধিক পরিবারকে ত্রাণ প্রদান করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচীতে নেতৃত্ব প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সফল সভাপতি মি. অশোক পুরকায়স্থ এডভোকেট ও দুইবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক জনাব গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।
ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক-১ জনাব মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ জনাব মাছুম আহমদ এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক জনাব মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট, সহ সম্পাদক জনাব মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট, জনাব মোঃ ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট, জনাব মোঃ বদরুল আলম শিপন এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ গিয়াস উদ্দিন এডভোকেট ও জনাব মোঃ ওবায়দুর রহমান এডভোকেট।
ত্রাণ বিতরণ কর্মসূচীতে আরোও অংশগ্রহণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের নির্বাচিত সফল সভাপতি জনাব এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক জনাব হোসেন আহমদ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক জনাব মুমিনুর রহমান (টিটু) এডভোকেট, সমিতির বিজ্ঞ সদস্য জনাব বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, জনাব ড. মোঃ শহিদুল ইসলাম এডভোকেট, জনাব মোঃ মাহবুব হোসেইন এডভোকেট, মি. দিপক চন্দ্র ধর এডভোকেট, জনাব মামুন হোসেন এডভোকেট ও মি. পলাশ চন্দ্র ধর এডভোকেট।
ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলের আন্তরিক প্রচেষ্টায় ত্রাণ বিতরণ কর্মসূচী সফল ও স্বার্থক হয়েছে।