সিলেটপোস্ট ডেস্ক::দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে মো. রেজাউল করিম এসএমপি কমিশনার হিসেবে পদায়ন হন।
রেজাউল করিম আগে এডিশনাল ডিআইজি হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার। ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন। নতুন কমিশনারের দায়িত্বভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।