সিলেটপোস্ট ডেস্ক::অশ্রুসিক্ত নয়নে সকলের ভালবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুইবারের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথ।
সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের চন্দ্রনাথ পল্লীতে শেষকৃত্য সম্পন্ন হয়। এরআগে দুপুরে সাড়ে ১২ টায় নিজ প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছাত্রছাত্রী-শিক্ষক ও অভিভাকদের আর্তনাদ করতে দেখা যায়। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর স্বজনদের আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। এসময় দীর্ঘদিনের সহকর্মীকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়ি ধারাবহর চন্দ্রনাথ পল্লীতে ভিড় করেন সহকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, আব্দুল জলিল, শহিদুর রহমান সুয়েদ, রতন মনী চন্দ, এনামুল হক এনাম, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, সঞ্জয় নাথ সঞ্জু, আজমল আলী, রেজা রুবেল, রুহিন আহমদ, শিক্ষক কাজল কান্তি দাশ, বিধান পাল, স্বপন কুমার পাল, অমল কান্তি দাশ, বিকাশ দেবনাথ, সাংবাদিক হারিছ আলী, মাহবুবুর রহমান চৌধুরী, দীনেশ দেবনাথ, আজিজ খান, জাকারিয়া তালুকদার, জাতীয় পার্টি নেতা আলহাজ নুরুল আম্বিয়া, সাংবাদিক সাকিব আল মামুন, জাহিদ উদ্দিন, খালেদ হোসেন, জয় রায় হিমেল, ফাহিম আহমদ, মান্না আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন চৌধুরী শুভন, সহ সভাপতি
সুহৃদরঞ্জন দাস, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম সুহেল, শিক্ষক সেবক তালুকদার, জহির আহমেদ প্রমুখ।
এছাড়াও সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ নানা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অজামিল চন্দ্র নাথ রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হলধর চন্দ্র নাথের ছেলে। তাঁর স্ত্রী সুকৃতি দেবনাথ ঢাকাদক্ষিণ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। মৃত্যুকালে স্ত্রী, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৯০ এর দশকে অজামিল চন্দ্র নাথ দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এস’র গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশার সাথেও জড়িত ছিলেন। সামাজিক বিভিন্ন কর্মকান্ডেও সক্রিয় ভূমিকা পালন করে গেছেন তিনি। ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। শিক্ষার প্রসারে তিনি একাধারে কাজ করে গেছেন। হলিসিটি এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে প্রজ্ঞা মেধাবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে নেপাল ও কলকাতায় শিক্ষা সফর করে ব্যাপক সাড়া পেয়েছিলেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে ইংরেজিতে আগ্রহী করতে চন্দ্রনাথ পল্লীতে চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্ট্রের উদ্যোগে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতার মাধ্যমে উপজেলাজুড়ে সুনাম কুঁড়িয়েছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গন শোকের ছায়া নেমেছে। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।