সিলেটপোস্ট ডেস্ক::অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
হাসপাতালটির উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, “রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব ও নিরাপত্তা প্রহরী আবদুল জব্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত থাকা অবস্থায় বিধি অনুযায়ী তারা ভাতা পাবেন।”
বরখাস্তকৃত রওশন হাবিব, আবদুল জব্বারসহ ওসমানী হাসপাতালের আটজনের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত বাদী একটি মামলা দায়ের করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পত্রে বলা হয়েছে, সিলেট এমএজি ওসমানী হাসপাতালের দুজন কর্মচারীকে অসদাচরণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে।
বিধিমালার আলোকে কেন তাদের উপযুক্ত দণ্ড দেওয়া যাবে না, তা আগামী ১০ কর্ম-দিবসের মধ্যে পরিচালক বরাবর কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পত্রে অভিযুক্ত ব্যক্তিরা কোনো ব্যক্তিগত শুনানি চান কিনা, তাও জানাতে বলা হয়েছে।