
মঙঙ্গবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি সিলেট সদর উপজেলা টুকের বাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগরের বাসিন্দা।
এদিকে, ছাত্রদল নেতা ফাহিম উদ্দিন শাকিলের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদল। এ বার্তায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক আফজাল হোসেন ও সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল বলেন, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাহিম উদ্দিন শাকিলের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
পঠিত : 95