সিলেটপোস্ট ডেস্ক::জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক ফাহিম উদ্দিন শাকিলের মা রাবেয়া খাতুন (৫৭) আরে নেই।
মঙঙ্গবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি সিলেট সদর উপজেলা টুকের বাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগরের বাসিন্দা।
এদিকে, ছাত্রদল নেতা ফাহিম উদ্দিন শাকিলের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদল। এ বার্তায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক আফজাল হোসেন ও সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল বলেন, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাহিম উদ্দিন শাকিলের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
পঠিত : 54