সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জিন্দাবাজার সিতারা ম্যানশন থেকে ঘন ঘন মালামাল চুরি ও লুটপাট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর থেকে এই চুরি ও লুটপাটের ঘটনা ঘটে চলেছে।
এব্যাপারে সেনাবাহিনী ও পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ দাখিল করা সিতারা ম্যানশনের সত্ত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শফিক উদ্দিন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শফিক উদ্দিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর থেকে কিছু দুস্কৃতিকারীরা ঘন ঘন ট্রাক দিয়ে আমার মার্কেট ও বাসার নির্মাণ কাজের মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে আমার নির্মানাধীন বাসা ও মার্কেটের কাজের ইট-পাথর ট্রাকে করে নিয়ে যায়। এসময় তাদের বাধা দিতে গেলে আমি ও আমার কেয়ারটেকারকে হুমকি দেয়। গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তিনি এসব দুস্কৃতিকারীদের লুটপাট বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিতারা ম্যানশনের সত্ত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শফিক উদ্দিন, আব্দুল হান্নান, জামাল উদ্দিন, শামীম আহমদ প্রমুখ।