সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরজন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক (বিআরইবি-পিবিএস) একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১/২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ মানবববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান সমন্বয়কারী মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আরিফ শাহরিয়ার ফাহাদ, ডিজিএম মো. নাঈমুল হাসান, ডিজিএম মো. সাইফুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, ডিজিএম পার্থ চক্রবর্তী, ডিজিএম মো. রফিকুল ইসলাস, ডিজিএম মো. আব্দুল হাফিজ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মো. মনসুর হোসেন, সঞ্জয় ভৌমিক, মো. মাকসুদুর রহমান তানভীর, মো. কাজল মিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম মো. সানোয়ার হোসেন, জয় মিত্র, রানা আহমদ, মো. সাইফুল ইসলাম, মো. রাসেদুজ্জামান, মো. রুহুল আমিন, মো. আহসান হাবিব, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. সাদিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের সাথে সম্পর্কবিহীন অযোগ্য ও দুর্নীতিগ্রস্থ একটি প্রতিষ্ঠান বিআরইবি। আরইবি গ্রাহকদের বিদ্যুৎ সেবার দায়িত্ব মাঠ পর্যায়ের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিকে দিয়ে মধ্যসত্বভোগী হিসেবে শুধু মুনাফা ভোগ করছে। হয়রানীর শিকার হচ্ছে বিদ্যুৎ গ্রাহকগণ। গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্ম পরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মানে সকল বৈষম্য অবসানপূর্বক আরইবি-পবিস একীভূত করে অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করতে হবে। বক্তারা সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জোর দাবি জানান। অন্যথায় পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা ও কর্মচারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবরে পেশ করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি পেশকালে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.