সিলেটপোস্ট ডেস্ক::দূর্গাপূজা-২০২৪ উপলক্ষে নগরীর ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী শুক্রবার বিকেলে খাদিমপাড়ার ৬টি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন।
এসময় ইমদাদ চৌধুরী বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন, নগর বিএনপি আপনাদের পাশে আছে থাকবে।
তিনি আরোও বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন দুর্গাপূজার সময় আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে। আমরা তার নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছি।
বিবেকানন্দ নাথ গকুলের সভাপতিত্বে ও এডভোকেট কনক দেব নাথের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরাণ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি বীরেশ দেব নাথ, জাহানপুর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বীর বল মুন্ডা , বাদল সিং, অঞ্জন সিং, নান্টু দেবনাথ, নাক্ষমন দেব নাথ, চামেলী বাগ সর্বজনীন পূজা কমিটির সভাপতি হিরেন্দ্র কুমার দাস, বহর দাস পাড়া পূজা কমিটির সভাপতি অসিত রায়, ৩৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ৩৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফখর উদ্দিন পংকী, তাজুল ইসলাম তাজ, সাইফুল ইসলাম, আব্দুল মালেক, রফিক দেওয়ান, জাবেদ আহমেদ, দুলাল আহমেদ, জয়নাল আহমেদ, জুনেদ আহমদ চৌধুরী সানি, মাসুম আহমেদ, ইমরান হোসেন ইমু, হারুন আহমেদ, বেলাল আহমেদ, রাসেল আহমেদ যুবরাজ, কাজি রুবেল, সায়মন আহমেদ, খায়ের আহমেদ, সাজু আহমেদ, রাসেল কাজি, খাইরুল ইসলাম, ফারুক কাজি, কাদির মিয়া প্রমুখ।