সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও চরিত্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ, যা শান্তি, ন্যায়বিচার ও মানবতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যদি আমরা তাঁর প্রদর্শিত উত্তম চরিত্রের অনুশীলন করি এবং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে তা বাস্তবায়ন করতে পারি, তাহলে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা আসবে। দুনিয়ায় শান্তি অর্জনের পাশাপাশি মৃত্যুর পরের অনন্ত জীবনে বরকতময় জীবন লাভ করা যাবে।
ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য। বাংলাদেশের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং সেই স্বাধীন সার্বভৌম দেশকে একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর।
তিনি শুক্রবার (৪ অক্টোবর) ঝেরঝেরীপাড়া এভারগ্রীন ক্লাব সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের জন্য বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দুই পর্বে বিভক্ত মাহফিলে প্রথম অধিবেশনে সভাপত্বি করেন ঝেরঝেরীপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি বিশিষ্ট ব্যবসায়ী মুশফিক উস সামাদ চৌধুরী এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের সিনিয়র সদস্য এডভোকেট কুতুব উদ্দিন।
মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব ক্বারী মাওলানা মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সহকারী জেনারেল সেক্রেটারি বিশিষ্ট মুফাসসীরে কুরআন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, ইলেকট্রনিক মিডিয়া ক্বারী প্রতিযোগীর প্যানেল বিচারক ক্বারী মাওলানা আবুল হাসনাত বেলাল।
মো. নুরুল ইসলাম ফখরুল ও ডা. মো. ফজলুল হক সোহেল এর যৌথ সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৮নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল মুতালেব, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ঝেরঝেরিপাড়ার বিশিষ্ট মুরব্বী মাওলানা মিসবাহুল ইসলাম চৌধুরী, আব্দুশ শাকুর, এখলাছ উদ্দিন, চৌধুরী ফয়জুর রব জুবায়ের, শামসুর রহমান কামাল প্রমুখ। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. আব্দুশ শাকুর। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন আব্দুল্লাহ মু. মাহদী।