সিলেটপোস্ট ডেস্ক::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর ইকবাল আহমদ সিদ্দিকী রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে মনোনীত হওয়ায় মেজরটিলাস্থ একাডেমাস কোচিং হোমের উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় একাডেমাস কোচিং হোমের হলরুমে।
একাডেমাসের পরিচালক প্রভাষক আকতার হোসেন এর সভাপতিত্বে ও প্রভাষক সাওদা বিনতে করিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী সারওয়ার হেসেন, গীতা পাঠ করেন শিমলা মুন্ডা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ডক্টর ইকবাল আহমদ সিদ্দিকী বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন জাতী এগিয়ে যেতে পারে না। জ্ঞানচর্চায় আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে তথ্য প্রযুক্তির এই যুগে জ্ঞান-চর্চায় অগ্রগামী হতে না পারলে ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে না। জ্ঞানের পাশাপাশি আদর্শ মানুষ হতে হবে আদর্শ মানুষের জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা, শিক্ষা এবং নৈতিকতা দুটির সমন্বয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। আমার জীবনে এ পর্যন্ত আসার পিছনে অনেক পরিশ্রম ও সাধনা করতে হয়েছে, তোমাদেরকেও এগিয়ে যেতে হলে অধ্যাবসায়ে আরো মনোযোগি ও ত্যাগি হতে হবে।তাহলে তোমরা ভবিষ্যৎ জীবনে সফল হতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি একাডেমাস কোচিং সেন্টারের সংলিষ্টদেরকে আজকে আমাকে এখানে এনে সম্মানিত করার জন্য । অনুষ্ঠান শেষে একাডেমাস কতৃক ডক্টর ইকবাল আহমদ সিদ্দিকীকে সম্মাননা স্বরুপ মানপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিদ্দিকী প্লাজার স্বত্বাধিকারী, বিশিষ্ট রাজনীতিবিদ ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, সিদ্দিকী প্লাজা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ডাক্তার শহিদুল হক তাপাদার, সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, একাডেমাস কোচিং হোমের পরিচালক প্রভাষক খালেদ হোসেন, প্রভাষক মাজহারুল ইসলাম জয়নাল প্রভাষক রিপন কুমার চৌধুরী, জুবের আহমদ প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থী ও অতিথিরা।