সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «   মাদ্রাসার শিশুদের শহীদ জিয়া ও খালেদাজিয়ার জীবনের গল্প শুনালেন খন্দকার মুক্তাদির  » «   ২৬শে মার্চ উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত  » «  

সিলেট পুলিশ কমিশনার বরাবরে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ

সিলেটপোসস্ট ডেস্ক::জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক ব্যতিত সিলেট সিটি করপোরেশন এলাকায় বৈধভাবে ব্যাটারি চালিত অটোরিক্সা/ইজিবাইক চালানোর স্থায়ী অনুমতির দাবিতে সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গত ৯ নভেম্বর বুধবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে  স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার সম্পাদক আব্দুস শহীদ বকস, শ্রমিক নেতা আবুল কাশেম, আব্দুল গনি, জুয়েল আহমদ, নাসির উদ্দিন,  আনিসুর রহমান, আজিবর সহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিকরা অনেক দিন ধরে সরকারের কাছে বৈধভাবে নাম্বার প্লেট দিয়ে রিক্সা চলাচলের জন্য দাবি করে আসছেন। মালিক-শ্রমিকরা   বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তিতে ব্যাটারি চালিত রিক্সা ক্রয় করে সংসার চালিয়ে যাচ্ছেন। নগরীতে প্রায় ১৫/২০ হাজার মানুষের আয়ের উৎস ব্যাটারি চালিত রিক্সা। কিন্তু রিক্সার বৈধতা না দিয়ে সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে মালিক-শ্রমিকদের। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করায় সিলেটের কয়েক হাজার শ্রমিক বেকার হয়েছেন। বেকার হওয়া শ্রমিকগণ বিভিন্ন অপরাধজনক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশের ৬৩ জেলায় চলাচল করলেও সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা প্রদান করা হচ্ছে, এটা অনৈতিক।

স্মারকলিপিতে আরো বলা হয়, স্বাধীনতার ৫০ বছর হলেও আজও রিক্সা চালকরা মানুষ হয়ে মানুষ টানছেন। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ হলেও রিক্সা চালকদের উন্নয়নের ছোয়া লাগেনি। ডিজিটালের অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন  ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিলে স্বল্প আয়ের শ্রমজীবী শ্রমিকগন উপকৃত হবেন।

স্মারকলিপিতে আরো বলা হয়, শুধুমাত্র রিক্সার শ্রমের উপর নির্ভরশীল হয়ে পরিবারের ভরনপোষণ ও ছেলে-মেয়েদের স্কুল-কলেজে লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি বয়োবৃদ্ধ রিক্সা শ্রমিকগণ আয়-রোজগার করতে পারছেন। সিলেট শহর এলাকায় সকল অটোরিকশা / ইজিবাইক বন্ধ থাকায় স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। তাই মানবিক ও সবদিক বিবেচনা করে সিলেট ও সুনামগঞ্জ পৌরসভার এলাকায় অস্থায়ী ভাবে ব্যাটারী চালিত অটোরিকশা /ইজিবাইক (লাইসেন্স ও রেজিষ্ট্রেশন ইস্যু পূর্ব পর্যন্ত) চালানোর জন্য অনুমতি দেয়া এবং জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক ব্যতিত সিলেট সিটি করপোরেশন এলাকায় বৈধভাবে ব্যাটারী চালিত অটোরিক্সা/ ইজিবাইক চালানোর অস্থায়ী অনুমতির দাবি জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.