কমরেড এনায়েত হাসান মানিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪, ২:১০ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শাহপরাণ থানা শাখার সদস্য, ছায়ানীড় খেলাঘর আসর এর সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সংস্কৃতিকর্মি, বিশিষ্ট ব্যাংকার কমরেড এনায়েত হাসান মানিক আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান এক বিবৃতিতে বলেন, এনায়েত হাসান মানিক ছিলেন একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্ট যোদ্ধা ও সংস্কৃতিকর্মি। আজীবন তিনি কমিউনিস্ট পার্টির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ ভূমিকা রেখে গেছেন। একজন কবি হিসেবেও তাঁর ছিলো অনেক পরিচিতি। উদীচী খেলাঘরের সাথে সাথে অন্যান্য সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনেও তাঁর পদচারণা ছিলো। উদীচীর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে গুরুদায়িত্ব পালন করেছেন সততার সাথে।
নব্বই এর দশকে বিলোপবাদীরা যখন আদর্শ জলাঞ্জলি দিয়ে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত করে দেওয়ার জোর চেষ্টা চালায়, তখন সিলেটে কমরেড এনায়েত হাসান অন্যান্যদের সাথে পার্টি রক্ষার পক্ষে অবদান রেখেছিলেন এবং আজীবন তিনি নিষ্টার সাথে আদর্শিক অবস্থান বজায় রেখেই পার্টির জন্য কাজ করে গেছেন। কোনোদিন আদর্শ বিচ্যুত হননি। খুবই বিনয়ী ভদ্র হাসিখুশি স্বভাবের মানিক ভাই ব্যাংকার হিসেবেও দক্ষতার পরিচয় রেখেছেন।
প্রয়াত কমরেড এনায়েত হাসান মানিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হয়। এসময় তাঁর কর্মময় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাম রাজনৈতিক দলসমূহ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন দল ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, সিলেট বিভাগীয় সংসদ ও সিলেট জেলা সংসদ। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, কবিতা পরিষদ সিলেট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ, সোপান, ছড়াকেন্দ্র টুংটাং, সিলেট সাহিত্য পরিষদ, ঘাস প্রকাশন ইত্যাদি সংগঠন। সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষ হয়।