সিলেটপোস্ট ডেস্ক::বৈষম্য, দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত ইসলামী সমাজ প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৬ অক্টোবর সিলেটের রেজিস্টারী মাঠে আয়োজিত খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল সফলের লক্ষ্যে সিলেট মহানগরীর ৩০ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মাকসুদুল আম্বিয়ার সভাপতিত্বে ১৪ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮টায় স্থানীয় রংধনু আবাসিক এলাকায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরী সহ-সভাপতি মাওলানা ইমদাদুল হক নোমানী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।স
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মুহিবুর রহমান রায়হান, খেলাফত মজলিস মোগলাবাজার থানা সভাপতি মাওলানা শামসুল ইসলাম শরীফ, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা হাফিজ আব্দুল মজিদ, দক্ষিণ সুরমা থানা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ মায়মুন, মোগলাবাজার থানা বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা নুরুল হুদা, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ইয়াহিয়া আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইদ্রিস আহমদ।