দোয়ারাবাজার প্রতিনিধি::সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ সুজন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার(২১ অক্টোবর)সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ ফরিদ মিয়া,এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার টু ছাতক সড়কের নৈনগাঁও গ্রামস্থ নয়াবাজার নামক স্থানে রাস্তার উপর এ অভিযান চালানো হয়।এ সময় তার হেফাজতে প্লাস্টিকের ব্যাগের ভিতরে থাকা ২কেজি জব্ধ করা হয়েছে।
গ্রেফতার মোঃ সুজন মিয়া ছাতক উপজেলার লক্ষীবাউর গ্রামের মৃত আসমান মিয়ার পুত্র।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর হক সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারি সুজন মিয়ার নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে ।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।