সিলেটপোস্ট ডেস্ক::সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর নতুন সদস্য বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ এস শামীম আহমদের পরিচালনায় নবাগত সদস্য হিরেন্দ্র চন্দ্র পাল, ফখরুস সালেহীন নাহিয়ান, ইফতেখার চৌধুরী, ডা. শাবাব ওয়াহাব চৌধুরীকে পরিচয় করিয়ে দেয়া হয়।
পরে নবাগত সদস্যদের উত্তরীয়, ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী সহ পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) আব্দুল্লাহ আহমদ।
অনুষ্ঠানে ক্লাবের নবীন-প্রবীণ সদস্য ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।